শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি:: দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটের বুড়িরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

রোববার (১২ ফ্রেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় লালমনিরহাট-বড়বাড়ী-কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল নিয়ে মহেন্দ্রনগর হয়ে পুনরায় বুড়িরবাজারে ফিরে আসে। পরে সেখানে রাস্তায় বাঁশ বেধে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান এসে বিক্ষুব্ধ দোকান মালিকদের ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

উল্লখ্য, শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বুড়িরবাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সন্ধ্যায় আওয়ামী লীগের সমর্থকদের দোকান ঘরে বিএনপির নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি শান্ত করতে সেখনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com