বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

দেশের স্যাটেলাইট সেবা ৮ দিন ব্যাহত হতে পারে

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:: চলতি সেপ্টেম্বরের শেষদিক থেকে অক্টোবরের শুরুর দিকে টানা আট দিন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-১ (বিএস-১) এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানিয়েছে।

বিএসসিএল জানায়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়সীমায় এই সমস্যা দেখা দিতে পারে।

তারা আরও জানায়, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিটের জন্য সেবা বিঘ্নিত হতে পারে। এরপরের দিনগুলোতে এই সময়সীমা কিছুটা বাড়বে, ১ ও ২ অক্টোবর ১২ থেকে ১৩ মিনিট পর্যন্ত সম্প্রচারে সমস্যা হতে পারে। তবে ৬ অক্টোবরের পর এই প্রভাব স্বাভাবিকভাবে কেটে যাবে।

বিএসসিএল আশ্বস্ত করেছে, তারা পুরো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে। সাময়িক এই বিঘ্নের জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।

বর্তমানে বিএস-১ এর মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থাকে সম্প্রচার ও যোগাযোগ সেবা প্রদান করা হচ্ছে।

মহাকাশবিজ্ঞান অনুযায়ী, প্রতি বছর দুইবার ঘটে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা সৌর ব্যতিচারের কারণেই এই বিঘ্ন দেখা দিতে পারে।

সৌর ব্যতিচার হচ্ছে এমন একটি অবস্থা, যখন সূর্য, স্যাটেলাইট ও পৃথিবীর গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় চলে আসে। তখন সূর্যের তীব্র বিকিরণ স্যাটেলাইট সংকেতে হস্তক্ষেপ করে এবং সিগন্যাল দুর্বল বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com