বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:১০ অপরাহ্ন

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি রেকর্ড যশোরে

যশোর প্রতিনিধি:: তিন সপ্তাহের টানা তাপ্রপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ। যশোরের তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী। তীব্র গরমের কারণে বন্ধ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতি খুবই কম।

সোমবার (২৯ এপ্রিল) অতীতের সকল রেকর্ড ভেঙে বেলা ২ টায় যশোরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৮ ডিগ্রিতে।

প্রচণ্ড গরমে বিপর্যস্ত যশোরের জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে শহর। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে মানুষ তাদের কর্ম রুটিনের পরিবর্তন এনেছেন। সকালের দিকে শহরের রাস্তায় লোক চলাচল কম থাকছে। বাড়ছে বিকেলের পর। দাপ্তরিক কাজ ছাড়া মানুষ তাদের প্রাত্যহিক অন্যান্য কাজ বিকেলেই সারছেন। যারা বাইরে বেরুচ্ছেন তারা অধিকাংশই ছাতা সাথে নিচ্ছেন। সহজেই হাফিয়ে উঠছেন সকলে। সুযোগ পেলেই ছায়ার কোনো স্থান খুঁজে নিচ্ছেন মানুষ। বেলা ১২টায় আজ যশোরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটায় সেই তাপমাত্রার পারদ যেয়ে দাঁড়ায় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া বলছে, দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com