বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত দিনাজপুরে

অনলাইন নিউজ ডেস্ক॥  চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত ২০১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এটি শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০১ মিলিমিটার। এটিই এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ ছাড়াও সিলেট ও কুড়িগ্রামের রাজারহাটে ১২৬ মিলিমিটার ও নীলফামারীর সৈয়দপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এদিকে দিনাজপুরে বর্তমানে চলছে বোরো ধান কাটা-মাড়াই। পাশাপাশি চলছে ক্ষেতের ভুট্টা ঘরে তোলার কাজ। কৃষকরা এই বৃষ্টিতে জমির বোরো ধান ও ভুট্টার ক্ষতির আশঙ্কা করছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান, দিনাজপুর জেলায় ১ লাখ ৭২ হাজার ৮শ’ হেক্টর জমিতে বোরো এবং ৭২ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হচ্ছে। ইতোমধ্যে ২৫ শতাংশ জমির বোরো ধান ও ৬৫ শতাংশ জমির ভুট্টা ঘরে তুলেছে কৃষকরা।

তিনি বলেন, এই বৃষ্টিতে জমির বাকি বোরো ধান ও ভুট্টার তেমন ক্ষতি হবে না। তবে বৃষ্টির ফলে এসব ফসল ঘরে তুলতে কিছুটা বিলম্ব হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com