শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
পঞ্চগড় সংবাদদাতা::
শীতে কাতর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। কুয়াশাচ্ছন্ন পুরো জেলা, আজো দেখা মেলেনি সূর্যের। গত কয়েক দিনের তুলনায় কমেছে তাপমাত্রাও।
আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় এ জেলায় রেকর্ড হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। দুর্ভোগ কমেনি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা ছিলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৯ টায় তা নেমে এসেছে ৯ দশমিক ২ ডিগ্রিতে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান রহিদুল ইসলাম।