রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ কারাবন্দী। ফলে সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। দেশে আজ কোন গণতন্ত্র নেই। সরকার সাধারন মানুষের ভোটের অধিকার হরন করেছে। গনতন্ত্র রক্ষা করতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের ঐক্যবন্ধ আন্দোলন’ই পারে সরকারের পতন ঘটাতে। তিনি গতকাল বুধবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী’তে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের বিভিন্ন বন্দরে লিফলেট বিতরনকালে সংক্ষিপ্ত পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মাষ্টার আমিনুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আকতার রুমা, কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বিএনপির নেতা মাজেদ, আতাউর, মিজানুর, পিন্টু, সাইফুল, খলিল, রাসেল, ফুল মিয়া, আজাহার, রনজু, যুবদল নেতা মজনু, শফিক, ঝিনু, লুৎফর, রুহুল, খলিল, ছাত্রদল নেতা শাহীন, লেমন, হযরত, শুভ, মোক্তাদির, মামুন, রিপন, লিটন, জাফর, শাখিল, স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল, হারুন প্রমূখ।