মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

দেশদ্রোহীরা চিকিৎসার জন্য বিদেশ যায় : মোমিন মেহেদী

আনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মন্ত্রী-এমপি-ব্যবসায়ী ও বিভিন্ন দলের নেতাদের কঠোর সমালোচনা করে বলেছেন, দেশদ্রোহীরা চিকিৎসার জন্য বিদেশ যায়। তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমজনতাকে কষ্টে রেখে কথায় কথায় বিদেশে চিকিৎসার আড়ালে টাকা পাচার করতে যায়।

৭ মার্চ বিকেলে সারাদেশে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবিতে তোপখানা রোডস্থ নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা, আলেয়া বেগম বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, সরকারি হাসপাতালগুলো আধুনিক ও সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা না করে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে দেশের ক্ষতি করছে-মানুষের ক্ষতি করছে। লোক দেখানো অভিযানের নামে মানুষকে হয়রানি বন্ধ করে সারা বছর সকল হোটেল, স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং-এর মাধ্যমে অগ্নিকাণ্ডরোধসহ সকল অন্যায় প্রতিহত করা হোক। একই সাথে সকল অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com