সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ মোজাফফর) এর কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খড়মা বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ন্যাপের ময়মনসিংহ বিভাগের সভাপতি ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের এমপি প্রার্থী সুরুজ্জামান।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ন্যাশনাল আওয়ামীপাটি’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সুলতান মিয়া। কর্মী সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার খড়মা, দিগলকান্দীসহ বিভিন্ন স্থানে কুঁড়ে ঘর প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।