বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্রহাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড, শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও প্রতিনিধি,গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনারদের সম্মান ত্যাগ- শ্রম দিয়ে আমাকে দ্বিতীয় বাবেরর মত এমপি বানিয়েছেন। এ সম্মান প্রধান মন্ত্রীর। আমি আগে শুধু খাদেম ছিলাম কলাপাড়ার। এখন খাদেম বাংলাদেশের সকল স্থানে। আপনারা আমাকে ভোট দিয়েছেন গত পাঁচ বছর শান্তিতে ছিলেন। এজন্য আমাকে ভোট দিয়েছেন। আপনাদের জন্য আমার মন্ত্রনালয় দরজা সব সময় খোলা থাকবে।