বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন

দুর্দান্ত একটি কাজ হয়েছে, অভিনেতা আবুল হায়াত

বিনোদন ডেস্ক : খ্যাতিমান বাংলাদেশি নাট্যাভিনেতা আবুল হায়াত । বছর জুড়েই তার ছোট পর্দা নিয়ে ব্যস্ততা থাকে । যেই ব্যস্ততা আরও বেড়ে যায় ঈদ এলে । আসন্ন ঈদুল আজহায় তার বেশ কিছু নাটক টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত হবে । তার মধ্যে একটি সানগ্লাস ।

নির্মাতা ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে ।

নতুন নাটক নিয়ে গুণী এ অভিনেতা বলেন, ‘এটি একটি কমেডি ড্রামা নাটক । সব ধরনের গল্পেই কাজ করতে আমি আনন্দ পাই । সেই আনন্দের জায়গা থেকেই কাজটি করা । এর আগে ফেরদৌসের নির্মাণে আমি বেশ কিছু কাজ করেছি । এ নাটকেও তার নিজস্ব একটি ধরন রয়েছে । এ ছাড়া এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর দিলারা আপার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে । সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে বলে আমি আশাবাদী । বাকিটা দর্শক দেখে জানাবে ।’

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবুল হায়াত ও দিলারা জামানকে । এ ছাড়া আরও অভিনয় করবেন রেজমিন সেতু ও আশিক চৌধুরী ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com