বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের চতুর্থ দিন যথারীতি দুটি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম জয়ের খোঁজে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আর টানা তিন ম্যাচে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স লড়বে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বরিশাল-রংপুর। একই মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের প্রতিপক্ষ ঢাকা।
গতবারের রানার্সআপ বরিশালের বিপিএল যাত্রা শুরু হয়েছিল সিলেটের বিপক্ষে হার দিয়ে। স্কোরবোর্ডে সাকিব আল হাসানের দল ১৯৪ রান জমা করেও সিলেটের বিপক্ষে জিততে পারেনি। রংপুরের বিপক্ষে জয় পেতে মরিয়া বরিশাল।
অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে যাত্রা শুরু হয়েছিল রংপুরের। নুরুল হাসান সোহানের দল আজও চাইবে সাকিবদের হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে। দুপুরের ম্যাচে রান কিছুটা কম হওয়ায় দুই দলের ব্যাটসম্যানদেরই দিতে হবে পরীক্ষা।
এদিকে এবারের বিপিএলের আসরে অন্যতম চমক মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। আসরের তিন দিন টানা তিন ম্যাচেই শেষ হাসি হেসেছে তার দল। অথচ আগের আসরগুলোতে সিলেটের কপালে জুটতো নিয়মিত হার। এবার যেন বদলে গেলো চিত্র।
নাসির হোসের ঢাকাকে হারিয়ে চারে চার করতেই নামবে মাশরাফির দল। লো স্কোরিং প্রথম ম্যাচে অধিনায়ক নাসির হোসেনের ঝলকে জিতেছিল ঢাকা। আজ সন্ধ্যার ম্যাচ হওয়াতে রান উৎসবের সম্ভাবনাই। সেক্ষেত্রে সিলেটকে হারাতে হলে ঢাকার ব্যাটসম্যানদের নিতে হবে বড় দায়িত্ব।