মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজাও বাতিল করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এতে করে আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে আমান দম্পতির পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, দুদকের মামলায় তার মক্কেলরা এখন সম্পূর্ণভাবে খালাস পেয়েছেন। আগের রায় বাতিল করে হাইকোর্ট যে খালাস দিয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে দুদক যে আপিল করেছিল, তা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর এবং সাবেরাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে শুনানির নির্দেশ দিয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com