বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া একই এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। এ ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা হলো- তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)।

নিহতের স্বজনেরা জানান, বছরখানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমানোর পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাতে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তানিয়া আক্তার নামের ওই গৃহবধূ মারা গেছেন। দুই শিশুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখনো শঙ্কামুক্ত নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com