শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: দীর্ঘ ৯ বছর পর আগামী ১৬ নভেম্বর উৎসবমুখর পরিবেশে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন। বহুল প্রতীক্ষিত এবারের নির্বাচনে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইতিমধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়ে গেলেও ৪টি পদে লড়াই করছে ১০জন প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার প্রচারণা চলছে জোরেসোরে আর নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করছে অনেকেই।

জানা যায়, ২০০৩ সালে বান্দরবানের ব্যবসায়ীদের কল্যাণের লক্ষ্য নিয়ে ৮০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদ। সর্বশেষ ২০১৪ সালের ২ মার্চ ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা সীমাবদ্ধতায় বন্ধ হয়ে যায় বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রিবার্ষিকী নির্বাচন কার্যক্রম।

এদিকে দীর্ঘ ৯ বছর পর তরুণ ভোটারদের উৎসাহ আর উদ্দীপনার কারণে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবানের বৃহৎ এই ব্যবসায়ী সংগঠনের নির্বাচন।

বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের সদস্য আবুল হাসেম বলেন, দীর্ঘ ৯ বছর পর আবারো নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সু-সংবাদ। আমরা চাই যোগ্য ও সৎ ব্যক্তি নির্বাচনে জয় লাভ করুক আর বান্দরবানের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করুক।

বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের সদস্য বদিরুল আলম বলেন, ব্যবসায়ী কল্যাণ পরিষদ একটি বৃহৎ সংগঠন। এই সংগঠন ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে আর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে আর তারা নতুনরুপে এই সংগঠনের জন্য কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার প্রচারণা চলছে জোরেসোরে, আর নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের কল্যাণ কাজ করার আশাবাদ ব্যক্ত করছে প্রার্থীরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com