শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

দিল্লি ক্যাপিটালসেই থাকছে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় মঙ্গলবার প্রকাশ করেছে। দিল্লি ক্যাপিটালস রেখে দিয়েছে বাংলাদেশি পেস সেনসেশান মোস্তাফিজুর রহমানকে।

এছাড়াও তারা অধিনায়ক ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বি’শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিখ নরকিয়া, চেতর সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদ্বীপ যাদব, প্রাভীন দুবে ও ভিকি অস্টওয়াল।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।

২০২২ আইপিএলে মোস্তাফিজ ৮ ম্যাচ খেলে ৩০.২৮ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন। ইকোনোমি ছিল ৭.৬২। সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com