রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

দিন বদলের নৌকার জন্য বাবু’র ভোট প্রার্থনা!

নেত্রকোণা প্রতিনিধি:: যে নৌকায় চড়ে দেশ পেয়েছে বর্নিল চিত্র, দিন বদলের হাওয়ায় ঘুরেছে মানুষের ভাগ্যের চাকা সেই নৌকার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন শফিক আহম্মেদ খান বাবু।

আসছে দক্ষিণ বিশিউড়া ইউপি উপ-নির্বাচনে নৌকার জন্য নিয়মিতই স্বদল বলে প্রচারণা চালাচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু। শুরু থেকে এখনো পর্যন্ত দলীয় সিদ্ধান্তের পক্ষে সরব অবস্থানে থাকতে দেখা যায় সাবেক এই ছাত্রনেতাকে।

বাংলাদেশ আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শফিক আহম্মেদ খান বাবু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সকল কিছুর উর্ধ্বে। নৌকার পক্ষে আমরা কঠোর অবস্থানে, নৌকার সাথে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। নৌকা মার্কা যেমন উন্নয়নের তেমনি পরিবর্তনের। তাই নৌকাকে বিজয়ী করা সকলের নৈতিক দায়িত্ব মনে করি। এর বিকল্প কিছু ভাববার সুযোগ আমার কাছে নেই। সেজন্য আমার এই ভোট প্রার্থনা।

নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব’র কণ্ঠেও ঝাড়লো বাবু বন্দনা। তিনি বলেন, বাবু ভাইয়ের মুখে নৌকার সম্ভাবনার গল্প শুনে আমরা চৈতন্য লাভ করি। তিনি আছেন বলেই শত প্রতিকূলতা কাটিয়ে নৌকাতেই নিমগ্ন থাকি। বিজয় না আসা পর্যন্ত নির্বাচনী মাঠে সক্রিয় অবস্থানে থাকার নিশ্চয়তা দিচ্ছি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ বিশিউড়া ইউপি উপ-নির্বাচনে বাংলাদেশ আ’লীগ কর্তৃক চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আব্দুর রহমান মাস্টার। পেশায় আইনজীবী এই ব্যাক্তি অত্র ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com