মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

দর্শকের চাপে ভেঙে পড়ে স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী

চট্টগ্রাম প্রতিনিধিঃ বিজয় দিবসের কনসার্ট দেখতে আসা দর্শকের চাপে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেছে। আর তাই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই কনসার্টটি প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কনসার্ট দেখতে যাওয়া দর্শকরা বলেন, চরম অব্যবস্থাপনায় কনসার্টটি শুরু হয়। টিকিট কেটে প্রবেশ করার কথা থাকলেও প্রথমেই অনেকে বিনা টিকিটে প্রবেশ করেছেন। একপর্যায়ে হুড়াহুড়ি করে ও নিরাপত্তা দেয়াল টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন কিছু দর্শক। তখনই এম এ আজিজ স্টেডিয়ামের পশ্চিম পাশের গেইটের সীমানা প্রাচীর ভেঙে যায়। দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর কনসার্ট শুরু হয়।

অনুষ্ঠান দেখতে যাওয়া সুমন নামের এক দর্শনার্থী বলেন, আমরা টিকিট নিয়ে মাঠে প্রবেশ করি। কিন্তু হঠাৎ করে কিছু দর্শককে দেয়াল টপকে মাঠে প্রবেশ করতে দেখা যায়। অনেককে টিকেট ছাড়া মাঠে প্রবেশ করতে দেখেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক বলেন, চট্টগ্রামে অনেকদিন পরে একটি কনসার্ট হচ্ছে। তবে আয়োজকদের অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো।

কনসার্টে অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড। কনসার্টে নানা বয়সী, বিশেষ করে তরুণ-তরুণীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের কেউ মাঠের ভেতর, কেউ গ্যালারিতে অবস্থান করছিলেন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, বিজয় কনসার্টের টিকিট ছিল বিনামূল্যের। এজন্য প্রচুর দর্শক হয়েছে। দর্শকের ভিড়ে হুড়োহুড়ির ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। পরে সুষ্ঠুভাবেই কনসার্ট শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com