মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ দক্ষিণ আফ্রিকার মাটিতেও সিরিজ জয় হোক, সেই অপেক্ষাতেই আছেন সবাই। আগামীকাল ২৩ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে বিকেল ৫ টায় তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে। সেবার প্রথম ও একমাত্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছিল। আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা? এ ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতবে? নাকি হেরে সিরিজ হার হয়ে যাবে বাংলাদেশের? তা হলেও ২০১৫ সালের পুনরাবৃত্তিই হবে।
বাংলাদেশ ওদক্ষিণ আফ্রিকা সিরিজে এখন ১-১ সমতা আছে। প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল ২৩ মার্চ সিরিজ ফয়সালার ম্যাচ হবে। যে দল জিতবে, তারাই সিরিজ জয় করে নেবে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দলই সিরিজ জিতুক, একদিক দিয়ে সাত বছর আগের সিরিজের পুনরাবৃত্তিই ঘটবে। বাংলাদেশের মাটিতে হওয়া সেই সিরিজে জিতেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এবার জিতলে সেই সিরিজের পুনরাবৃত্তিই ঘটবে। বাংলাদেশ ইতিহাস গড়বে। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করবে বাংলাদেশ। আর যদি সিরিজ জিততে না পারে বাংলাদেশ, তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় করে নেবে। এখানেও সেই ২০১৫ সালের পুনরাবৃত্তিই ঘটবে। সেই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জিতেছিল। দ্বিতীয় ওয়ানডে এবার দক্ষিণ আফ্রিকার মতো ৭ উইকেটেই জিতেছিল বাংলাদেশ। শেষ ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল।
যদি আগামীকাল ২৩ মাচ’ দক্ষিণ আফ্রিকা জিতে সিরিজ নিজেদের করে নেয়, তাহলে ২০১৫ সালে বাংলাদেশের মতই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মাটিতে হওয়া সেই সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এবার জিতলে সেই সিরিজের পুনরাবৃত্তিই ঘটবে। আর যদি সিরিজ জিততে না পারে বাংলাদেশ, তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় করে নেবে। এখানেও সেই ২০১৫ সালের পুনরাবৃত্তিই ঘটবে। সেই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জিতেছিল। দ্বিতীয় ওয়ানডে এবার দক্ষিণ আফ্রিকার মতো ৭ উইকেটেই জিতেছিল বাংলাদেশ। শেষ ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল। যদি আগামীকাল২৩ মার্চ দক্ষিণ আফ্রিকা জিতে সিরিজ নিজেদের করে নেয়, তাহলে ২০১৫ সালে বাংলাদেশের মতই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এরআগে একবারও সিরিজ জয়ের সম্ভাবনা তৈরী করতে পারেনি বাংলাদেশ। ২০০২, ২০০৮ ও ২০১৭ সালে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এবার সিরিজ জয়ের আশা তৈরী হয়েছে। যদি বাংলাদেশ জিতে তাহলে ইতিহাস হবে। আর যদি দক্ষিণ আফ্রিকা জিতে, তাহলে ২০০২, ২০০৮ ও ২০১৭ সালের মতো সিরিজ জয়ের পুনরাবৃত্তিও ঘটবে। এবার আর পুনরাবৃত্তি নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে সব হিসেবেরই পরিবর্তন চায় বাংলাদেশ। এরআগে কখনো ম্যাচ জেতা যায়নি। এবার জেতা গেছে। এর আগে কখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা যায়নি, আগামীকাল ২৩ মার্চ খেলা প্রথম ওয়ানডের মতো সেঞ্চুরিয়নে থাকায় সিরিজ জয়ের আশাও দেখা হচ্ছে।
বাংলাদেশ দল সঠিক পরিকল্পনা করে সিরিজ জিতুক, সেই প্রত্যাশাই সবার। এরআগে পাঁচবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে একবারই শুধু জেতা গেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন সিরিজের সবকটিতে হার হয়েছিল। একবারও সিরিজ জেতা যায়নি। তবে দেশের মাটিতে ২০০৮ সালের সিরিজে হার হলেও ২০১৫ সালের সিরিজে ঠিকই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘দেখুন আমরা প্রথম ম্যাচে খুবই ভালো খেলেছি। তবে দ্বিতীয়টা খারাপ খেলেছি তা মানতে হবে। ক্রিকেটের প্রতি ম্যাচই নতুন করে শুরু করতে হয়। নতুন করে মোমেন্টাম পায় দলগুলো।’
আমরা যদি প্রথম ম্যাচের মতো খেলি তাহলে আমাদের সুযোগ থাকবে : তামিম ইকবাল
‘একটা ব্যাপার আমি বলব-আমাদের ভালো খেলতে হবে। আমরা যদি প্রথম ম্যাচের মতো খেলি তাহলে আমাদের সুযোগ থাকবে আর যদি দ্বিতীয় ম্যাচের মতো খেলি তাহলে আমাদের জয়ের সম্ভবনা খুবই কম থাকবে। আমাদের ভালো খেলতেই হবে, কোনো অজুহাত নয়।’