মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে ১৩ বছর পর অলআউট করে দ্বিতীয় দিন শেষেই হার্মারের স্পিন দ্যুতিতে বিপাকে বাংলাদেশ

১৩ বছর পর দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দ্বিতীয় দিন শেষেই হার্মারের স্পিন দ্যুতিতে বিপাকে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ই ভরসা হয়ে আছেন ছবি ॥ এএফপি

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ এবার ১৩ বছর পর আবার দক্ষিণ আফ্রিকাকে অলআউট করল বাংলাদেশ। ডারবান টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানের বেশি করতে দিল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ২০০৮ সালে সেঞ্চুরিয়নে সবশেষ অলআউট করতে পেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে বাংলাদেশ।

৬ বছর পর আবার টেস্টে ফেরা সাইমন হার্মারের স্পিন দ্যুতিতে যেন দ্বিতীয় দিন শেষেই বিপাকে পড়ে গেল বাংলাদেশ। তাতে করে ২৬৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তামিম ইকবাল পেটের পীড়ায় ডারবান টেস্টের একাদশে থাকতে পারেননি। তাই ওপেনিংয়ে সাদমান ইসলামের খেলা নিশ্চিত হয়। আর মাহমুদুল হাসান জয়ের তো আগে থেকেই ওপেনিংয়ে খেলা নিশ্চিত ছিল। সাদমান সুযোগটি কাজে লাগাতে পারলেন না। দলের ২৫ রান হতেই ৯ রান করে বোল্ড হয়ে যান সাদমান। তাতে করে তামিম দ্বিতীয় টেস্টে খেলা মানে সাদমানের একাদশ থেকে ছিটকে পড়া নিশ্চিত।

সাদমান আউটের পর ওপেনার জয় ও নাজমুল হোসেন শান্ত মিলে হাল ধরেন। অসাধারণ ব্যাটিং করতে থাকেন। ৫৫ রানের জুটিও গড়ে ফেলেন। কিন্তু শেষ বেলায় যে কী হল শান্তর! দিনের ১২ ওভার বাকি থাকতে বোল্ড হয়ে গেলেন। সুন্দর ব্যাটিং করছিলেন। ৩৮ রানও করে ফেলেন। দলও ৮০ রান করে ফেলে। এমন সময়ে এসেই অসাধারণ এক ডেলিভারিতে শান্ত আউট হয়ে যান। মুমিনুল হক আসলেন আর গেলেন। একবার রান আউট হওয়া থেকে বাচেন। কিন্তু রানের খাতা আর খুলতে পারেননি। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মুমিনুল। টেস্টে ১১ বারের সাথে অধিনায়ক হিসেবে ৫ বার রানের খাতা খোলার আগে আউট হন মুমিনুল। শেষে যখন দিন শেষ হতে ৩ ওভার বাকি, দলও ৯৪ রানে, তখন মুশফিকুর রহিমও (৭) আউট হয়ে যান।

সাইমন হার্মারকে ঘিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের উল্লাস ছবি : এএফপি

বাংলাদেশের হারানো ৪ উইকেটের মধ্যে সবকটিই শিকার করেন সাইমন হার্মার (৪/৪২)। একটার পর একটা সুন্দর ডেলিভারিতে সাদমান, শান্ত, মুমিনুল, মুশফিককে কাত করেন। শেষ তিনটি উইকেট দ্রুত পড়াতে বাংলাদেশও বিপদে পড়ে যায়। ৮০ রান থেকে ৯৪ রান, এই ১৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এই বিপদ এখন দুর করতে ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান জয়। তিনি ১৪১ বলে অপরাজিত ৪৪ রান করে উইকেটে আছেন। সাথে রয়েছেন নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট হাতে নামা তাসকিন আহমেদ (০*)। দুইজন মিলে দলকে ৯৮ রানে নিয়ে যান।

আগামীকাল তৃতীয়দিনে জয় ও তাসকিন ব্যাট হাতে নামবেন। দলকে এগিয়ে নিতে নামবেন। দলের বিপদ দুর করতে নামবেন। দ্বিতীয়দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার ১০.৩ ওভার আগেই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান মিরাজের পর খালেদ আহমেদ ও এবাদত হোসেনও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com