সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

থানায় ঘুস বাণিজ্য, ওসির ড্রাইভার সহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

মিরন খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানায় ঘুষ বাণিজ্যে এবার প্রত্যাহার হলেন ওসি শফিকুল ইসলামের ড্রাইভার মোহাম্মদ শরীফ মিয়া। কনস্টেবল শরীফ মিয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যানবাহন শাখার অধীনে পুবাইল থানার ওসির ড্রাইভার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তাকে হেডকোয়ার্টার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অটো চালকের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার কথা ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়াও চলতি (সেপ্টেম্বর’২৩) মাসের ১৪ তারিখে ৯৫ হাজার টাকা ঘুষ বাণিজ্যের জন্য পুবাইল থানার এএসআই গোলাম সারোয়ার ও কনস্টেবল আকরামের প্রত্যাহারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে ৭ দিনের ব্যবধানে ঘুষ বাণিজ্যে পুবাইল থানা থেকে তিন পুলিশ সদস্য প্রত্যাহার হলেন।

একুশের কন্ঠকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন, সহকারী পুলিশ কমিশনার জিএমপি (গাছা জোন) মাকসুদুর রহমান।

বৃহস্পতিবার জিএমপি উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার অ্যান্ড ফাইনান্স) মোহাম্মদ ইলতুৎমিশের স্বাক্ষরিত এক আদেশে ওসি শফিকুল ইসলামের ড্রাইভার শরীফ মিয়াকে প্রত্যাহার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com