মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

থাইল্যান্ডে আরচারির ভারতকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ বাংলাদেশের ঝুলিতে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১৯ মার্চ শনিবার থাইল্যান্ড থেকে আরেকটি স্বর্ণ জয় করে দিলেন বাংলাদেশের আরচাররা। দেশটির ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার।

থাইল্যান্ডে আরচারির ভারতকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ বাংলাদেশের ঝুলিতে। ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের ৩ আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন। এ নিয়ে বাংলাদেশ ২টি স্বর্ণ জিতলো।
আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের। অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

 

বাংলাদেশ আরচ্যারি দল ৩টি গোল্ড ও ১টি সিলভার মেডেল জয় লাভ করে

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ মো: রোমান সানা ও নাসরিন আক্তার ৫-৩ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা ৬-৫ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে।

রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে।
প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ মোঃ রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মোঃ সাগর ইসলাম ২-৬ সেটে ব্রোঞ্জ মেডেল ম্যাচে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়ে ৪র্থ স্থান অর্জন করে।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১-৭ সেটে কাজাখস্তানের ‘আব্দুললিন ইলফাত’ এর পরাজিত হয়ে ৪র্থ স্থান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com