শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

তৈমূর আলম গডফাদার শামীম ওসমানের প্রার্থী: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যায়িত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী দাবি করেছেন, তার প্রতিদ্বন্দ্বী তৈমূল আলম খন্দকার বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী নন, তিনি শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের প্রার্থী।

শনিবার দুপুরে বন্দরের ২৪নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী এই মন্তব্য করেন।

সাবেক মেয়র আইভী বলেন, ‘উনি (তৈমূল আলম) অন্য কারো প্রার্থী নন। উনি বিএনপিরও প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থীও নন। গতকাল বন্দরে প্রচার চালিয়েছেন তৈমূর আলম। ওই প্রচারে সেলিম ওসমানের (শামীম ওসমানের বড়ভাই) জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তৈমূর আলমের সঙ্গে ছিলেন। এতেই প্রমাণিত হয়, সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের প্রার্থী।’

আইভী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে কি না জানি না, কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সবাই আমার সাথে আছেন। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে আছেন এবং তারা আমার জন্য কাজও করছেন। একমাত্র তাদের (শামীম ও সেলিম) লোকজনই তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন।’

আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘দলীয় হাইকমান্ড সবকিছু দেখছে। পত্রপত্রিকায় আসছে সেই সভার চিত্র। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে। জনতাই আমার শক্তি, দলই আমার মনোবল। সবকিছু মিলিয়েই আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না।’

জাতীয় পার্টি মহাজোটের অংশ জানিয়ে আইভী বলেন, ‘তারা কালকে প্রকাশ্যে ছিল তৈমূরের পক্ষে। এতে প্রমাণিত হয় কারা তৈমূর আলম খন্দকারকে দাঁড় করিয়েছে। কারা পেছন থেকে কলকাঠি নাড়ছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com