বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

তেঁতুলিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে আবু শাহ মিনু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

আবু শাহ মিনু উপজেলার একই ইউনিয়নের উত্তর বালাবাড়ি এলাকার মৃত আলাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আবু শাহ মিনু ভজনপুর বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বুড়াবুড়ি ভেরসা সেতুর সামনে কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে মিনু মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেল সেতুর বাম পাশে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে।

পথচারীরা রক্তাক্ত অবস্থায় মিনুকে পড়ে থাকতে দেখে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ ও তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com