বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

তেঁতুলিয়ায় কালভার্ট ভেঙে পড়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অতিবৃষ্টি ও পানির চাপে একটি সুরক্ষা বাঁধের কালভার্ট ভেঙে পড়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার কারণে এটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বাঁধসহ কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ এলাকায় সরজমিনে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণে ওই এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। আর অতিরিক্ত বর্ষণে পানির স্রোত বেশি হওয়ায় এবং কালভার্টের দৈর্ঘ্য-প্রস্থ কম হওয়া ও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বাঁধসহ গভীর রাতে এটি ভেঙে পড়ে। এদিকে ওই কালভার্টের সংযোগ সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে আশপাশের বসবাসরত চলাচকারীরা। অনেকে এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছে। তাই দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান তারা।

ইউনিয়ন পরিষদ জানায়, পানিনিষ্কাশনের জন্য কালভার্টটি ২০২০-২১ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় নির্মিত হয়। নির্মাণের বছর না ঘুরতেই কালভার্টটি ভেঙে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হামিদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে কালভার্ট নির্মাণের বাজেট ছিল এক লাখ টাকার কাছাকাছি। মূলত সরকারিভাবে বাজেট কম থাকায় ছোট করে নির্মাণ করা হয়। বরাদ্দ বাড়িয়ে বড় করে দ্রুত এই কালভার্টি নির্মাণ করা হলে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে না।

এ বিষয়ে ভজনপুর ইউপির চেয়ারম্যান মকছেদ আলী বলেন, কম টাকা বরাদ্দের কারণে কালভার্টটি ছোট করে নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে অতিবৃষ্টি ও পানির অতিরিক্ত চাপের কারণে ভেঙে গেছে। আমরা অতিদ্রুত ইউনিয়ন পরিষদের মাধ্যমে কালভার্টটি নতুন করে বড় আকারে নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, আমি খবর পাওয়ামাত্রই স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। আশা করি সমস্যাটি দ্রুত সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com