বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়, শাহরিয়ার শাকিল

বিনোদন ডেস্ক : তুফান’ সিনেমা নিয়ে অভিযোগ, মুখ খুললেন প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল । আসন্ন ঈদে মুক্তির মিছিলে এগিয়ে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গতকাল বুধবার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । এটি পরিচালনা করছেন রায়হান রাফী। প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা) ।

‘তুফান’ বাংলাদেশের সিনেমা হলেও শুটিং হয়েছে ভারতে । দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও । সিনেমাটি নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই মত উঠে এসেছে । এবার ‘তুফান’র অর্থায়ন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকেরা ।

সিনেপ্লেক্সে দেশের সিনেমা, হলের মানোন্নয়ন, ঈদের সিনেমাসহ বেশ কিছু বিষয় নিয়ে গত মঙ্গলবার বিএফডিসিতে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতারা । সেখানেই তুফান সিনেমার নির্মাণপ্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন প্রযোজক নেতারা ।

এ সময় প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুফানের বাজেট ৮ থেকে ১০ কোটি টাকা । এখন যদি প্রশ্ন করা হয় ৮ থেকে ১০ কোটি টাকা সেখানে কীভাবে নেওয়া হয়েছে? তারা কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন?’

তিনি আরও বলেন, ‘৬০ লাখ বা ৮০ লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ওখানে ৮ থেকে ১০ কোটি টাকার সিনেমা বানাল । বিদেশে কাজ করার একটি নিয়মনীতি তো আছে । দেখানো হয়েছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পেমেন্ট বাংলাদেশে পরিশোধ হয়েছে । তিন শিফট কাজ করে কি ৬০ লাখ টাকা দিয়ে পুরো সিনেমাটা বানানো আদৌ সম্ভব?’

১৯ সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের দেশের সিনেমার কথা বলে শুটিং সহ যাবতীয় কাজ হচ্ছে সেখানে (ভারতে) । শুধু আমাদের দু’একজন শিল্পী কাজ করছে । একটি ফুল প্যাকেজ সেখানে বানিয়ে আমাদের দেশে মুক্তি দিচ্ছে । এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে ।’

এসব অভিযোগ নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমে কথা বলেন প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল । তার কথা, ‘প্রথমেই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয় । তুফান বাংলাদেশের সিনেমা । যার প্রযোজক আলফা আই স্টুডিও লিমিটেড । এর ডিজিটাল পার্টনার চরকি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ । বাংলাদেশে যত নিয়মকানুন তা মেনেই নির্মিত হয়েছে তুফান। তথ্য মন্ত্রণালয়, এনবিআর, সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে বলেই আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি ।

প্রযোজকদের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে । কিন্তু আমরা সেগুলো আমলে নেইনি । এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত । কারও মনে যদি প্রশ্ন থাকে, তাহলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার মনে হয়, তাদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে । আমাদের কাছে তারা জানতে চাইতে পারত । কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয় ।’

নব্বইয়ের দশকের ঢাকার এক গ্যাংস্টার নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’র চিত্রনাট্য। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী । বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে । আরও অভিনয় করেছেন মিশা সওদাগরসহ অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com