বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে কাকিনা-মহিপুর ‘গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
এসময় সড়কে ভারী যানবাহন চলাচল করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দলোনসহ ডিসি অফিস ঘেরাও করার হুশিয়ারি দেন।
রবিবার (১১ জুন) বিকেলে উপজেলার কাকিনা পোনাবাজার চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কাকিনাবাসীর ব্যানারে সেজ্জাদুল ইসলাম শীষের সভাপতিত্বে মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাকিনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মজনু আলী শেখ, মজমুল হাসান মিঠু, শাহ আলম, নুর আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কাকিনা মহিপুর সড়কটি হচ্ছে গ্রামীন সড়ক। এই সড়ক দিয়ে কোনভাবেই ভারী ট্রাক যানবাহন চলাচল করতে পারে না। শনিবার রাতে আমাদের দুইজন তরুণ যুবক এই সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। তাই আমাদের দাবি অবিলম্বে এই সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধের আহ্বান জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, আজকের পর থেকে যদি ভারী ট্রাক চলাচল করে তাহলে কাকিনার যুব সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে অংশগ্রহণ করেন কাকিনা ইউনিয়ন ও আশেপাশের এলাকার যুবসমাজ ও স্থানীয়রা।