বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

তিস্তায় পানির স্রোতে ভেসে এলো অজ্ঞাত এক নারীর লাশ

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় তিস্তা নদীতে পানির স্রোতে অজ্ঞাত এক নারীর (৩২) লাশ ভেসে এসেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করে।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী লাশটি নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঝ নদীতে লাশটি ভাসতে দেখে আমরা প্রথমে তীরে আনার চেষ্টা করি। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহের পরনে ছিলো বোরখা, গোলাপি ছিট সুতি কাপড়ের মেসকি ও কমলা রঙের পেটিকোট। এছাড়া মৃতদেহের সাথে একটি ব্যাগ ছিলো এবং সেখানে কিছু কাগজপত্রও ছিলো বলেও জানায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরিচয় শনাক্ত করা গেলে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com