রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

তিস্তার প্রবল স্রোতে কাকিনা মহিপুর-রংপুর সড়ক বিলীন, যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাট প্রতিনিধি:: তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় কাকিনা-রংপুর সড়ক ১৫০ মিটার সড়ক বিলীন হওয়ায় কাকিনা–রংপুরের সড়কের শেখ হাসিনা ২য় তিস্তা সেতুর উপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার(২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলন বাজার এলাকায় তিস্তার তীব্র স্রোতে এই মহাসড়কটি বিলীন হয়।

কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েন।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানি পন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে লালমনিরহাট জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সড়কটি মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার (২০ অক্টোবর) গভীর রাত পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যরাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বৃহস্পতিবার সকালে পানি নামতে শুরু করে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। যা এ পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধি পাওয়া রেকর্ড। এখন পর্যন্ত তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তিস্তার প্রবল স্রোতে পাকা রাস্তা ও হাজার হাজার ঘরবাড়ি রাস্তা ঘাট বিলীন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com