সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

তিন লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকায় ৬০ হাজার ব্যাগড ইউরিয়া সার ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া তিন লাখ ৬০ হাজার টন ইউরিয়া ও এক লাখ টন এমওপি সার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) থেকে এসব সার কেনা হবে।

গতকাল বুধবার (৩ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো, বাংলাদেশ থেকে দ্বিতীয় ধাপে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৭ কোটি ৩২ লাখ সাত হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com