শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

তিন জঙ্গী সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড, একজনের ১৪ বছর

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠণ জেএমবি’র তিন সদস্যের যাবজ্জীবন ও একজনের ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। তাদের সকলের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান এ রায় দেন। এসময় আদালত এলাকায় কঠোর পুলিশী নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা সকলে লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুতফর রহমানের ছেলে আসাদুজ্জামান ওরফে আপেল, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম, সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোখলেছার রহমান ও ১৪ বছরের কারাদন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন পোস্ট অফিস পাড়া এলাকার আবু জাহিদ ওরফে জাহিদুল ইসলাম ওরফে রুমেল।

লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ২০১৮ সালের ৮ আগষ্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল পাটগ্রামের পোস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করেছিলো। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, দুটি পিস্তলের গুলি, ম্যাগহিন একটি, দুটি শুটার গান, শুটার গানের গুলি দুটি, কয়েকটি মোবাইল ও ৬০টি জিহাদি বই উদ্ধার করেছিল র‍্যাব। তারা গোপন একটি স্থানে রাষ্ট্রবিরোধি গোপন বৈঠক করছিলেন। “আদারতের মামলার রায়ে আমরা সন্তষ্ট হয়েছি বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com