শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

তিতাসের গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতিতে জিল্লু-সামাদ পরিষদের জয়

মিরণ খন্দকার, একুশের কন্ঠ নিউজ ডেস্কঃ তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির নির্বাচনে মোজাম্মেল হক জিল্লু ও এমএ সামাদের পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে জয়ী হয়েছে। নির্বাচনে মোজাম্মেল হক জিল্লু পরিষদ ২০৫টি ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন পরিষদ পেয়েছে ৬৫টি ভোট।

গত শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর তোপখানা সড়কের শিশু কল্যাণ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোজাম্মেল হক জিল্লু ২০৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এমএ সামাদ আকন্দ ১৬৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির হোসেন ঘড়ি মার্কা ৯৬টি। সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ মামুন পেয়েছেন বই মার্কায় ১২৬টি ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা কলম মার্কায় পেয়েছেন ১১৮টি ভোট। অর্থ সম্পাদক রিয়াজুর রহমান দেয়াল ঘড়ি পেয়েছেন ১৭৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন কম্পিউটার মার্কায় ৭৪টি ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়ে প্রথম হয়েছে জহুরুল হক মুন্সি ও দ্বিতীয় মো. আবুল হাসান পাটোয়ারী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়ে প্রথম হয়েছে মো. হুমায়ুন কবির ও দ্বিতীয় মো.আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক: পদে বিজয়ী হয়েছেন মো. মাহমুদ আহমদ মামুন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মিস্ত্রি। কোষাধক্ষ্য পদে বিজয়ী হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এ সালাম। দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কবির হোসেন। আইন বিষয়ক সম্পাদক: পদে বিজয়ী হয়েছেন মো. মিজানুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো. আফজালুর রহমান চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা, আশরাফুল আলম ও নজরুল ইসলাম।

নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার পারভেজ। তিনি বলেন, নতুন পরিষদ গ্যাস লাইন নির্মাণে দক্ষ ও পেশাদার ঠিকাদারদের নিয়ে কাজ করে গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন শেষে বিজয়ী পরিষদের পক্ষে মোজাম্মেল হক জিল্লু বলেন, তিনি ও তার সহকর্মীরা নির্বাচিত ঠিকাদারদের স্বার্থ রক্ষা এবং গ্যাস লাইন নির্মাণের ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য কাজ করবেন। তিনি আরও বলেন, নতুন পরিষদ গ্যাস লাইন নির্মাণের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ঠিকাদারদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন। নির্বাচন পরিচালনা করেন শেখ শাহ আলম, মোহাম্মদ আলী ও সাখাওয়াত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com