মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

তাসকিনের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না ! শরিফুল প্রথম টেস্ট খেলতে পারবেন না

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ডানহাতি এই পেসারের বিধ্বংসী বোলিংয়েই ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু ডারবানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ডান কাঁধে ব্যথা অনুভব করলে বিশ্রাম পান তিনি। পরে আইস থেরাপি নিয়ে এবং ফিজিওথেরাপি সহায়ক টেপিং ও ব্যথানাশক ইনজেকশন নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করেন। কিন্তু দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফেরেন।

দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। তাকে দেয়া হয় ৩ সপ্তাহের বিশ্রাম। বিশ্রামের পর পুনর্বাসন শেষে পর্যালোচনার পরই তার মাঠে নামার বিষয়টি পরিষ্কার হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী। কিন্তু বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আগামী মাসে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না তাসকিন। এ ছাড়া ইনজুরিতে পড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামও সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না বলে জানিয়েছেন জালাল। তিনি এ সময় জানান, দুই পেসারকে পুরোপুরি ফিট করে তুলতে দেশের বাইরে পাঠানোর চিন্তা করছে বিসিবি।

বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী মাসের ৮ তারিখে ২ টেস্ট খেলতে । তাদের বিপক্ষে খেলতে পারবেন কিনা তাসকিন, তা এখনই নিশ্চিতভাবে জানাতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ। তিনি বলেন, ‘তাসকিনকে ৩ সপ্তাহ বিশ্রাম দেয়া আছে। ২ সপ্তাহ তো হয়ে গেছে। এরপর পুনর্বাসন করাব।

শ্রীলঙ্কা সিরিজে খেলবে কি খেলবে না, এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়, মূলত রিহ্যাব করলেই ওর অবস্থা বুঝতে পারব আমরা। তাসকিনকে আপাতত পর্যবেক্ষণ করব আমরা।’ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ১৫ মে। সময় বিবেচনায় আরও ১ মাস বাকি আছে সিরিজ শুরুর। আরও ৭-৮ দিন পর তার বিশ্রাম শেষ করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বড় জোর ৩ সপ্তাহ সময়ই পাবেন ইনজুরি আক্রান্ত ডানহাতি পেসার তাসকিন। তাই পর্যবেক্ষণের বিষয়টি জানান দেবাশীষ।

কিন্তু ক্রিকেট পরিচালনা চেয়ারম্যান জালাল এ বিষয়ে বললেন, ‘দুর্ভাগ্য, তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবে না। শরিফুল প্রথম টেস্ট মিস করবে। তাসকিন এখন কাঁধের ইনজুরিতে ভুগছে। তাকে পুরোপুরি ফিট করে তুলতে ইংল্যান্ড পাঠানোর কথা ভাবা হচ্ছে। শরিফুলকেও চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। আমরা চাই তারা পুরোপুরি ফিট হয়ে ফিরুক।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com