সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

তাল বাহানার নির্বাচন আর হবে না: শ্রীনগরে সাবেক উপমন্ত্রী আঃ হাই

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই বলেছেন, বাংলাদেশে তাল বাহানার নির্বাচন আর হবেনা। আওয়ামী লীগ সেহেরী খেয়ে ভোট করেছে, এবার কিন্তু ইফতার খেয়ে সন্ধ্যা থেকেই শুরু করবে। কিন্তু আমরা এই নির্বাচনে যাব না। সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহদৎ বার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সারা দেশে আমাদের ধানের শীষের ভোটের অভাব নাই। মানুষ মুখ খুলতে পারছে না। তাদের অনেক কিছু বলার আছে কিন্তু তারা হামলা মামলার শিকার।

শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন, সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি আব্দুল বাতেন খান শামীম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক এসএম জাহাঙ্গীর, বিএনপি নেতা আশ্রাফ হোসেন মিলন, সিদ্দিকুর রহমান মিলন, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, সেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম পার্থ, বিএনপি নেতা, সিরাজ তালুকদার, হুমায়ুন শেখ, মোঃ মামুন, মোঃ রতন, আঃ জলিল, বাবুল বেপারী, সোহরাব হোসেন, নজরুল ইসলাম কাজল, যুবনেতা জহিরুল ইসলাম মাসুদ, মোতাহার হোসেন, শাহ আলম অরুন, ছাত্রদল নেতা মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল হোসেন, এমদাদুল হক রজিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com