মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

তামিমদের ইতিহাস গড়া জয়ে প্রেরণা নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়েলিংটনে আগামীকাল ভোর ৪ টায় শুরু হবে ম্যাচ। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়া যে ওয়ানডে বিশ্বকাপের সেরা দল। তবে এই ম্যাচের আগেই দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এই ইতিহাস গড়া জয় থেকে প্রেরণা নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ দল যে পারফর্ম করেছে (দক্ষিণ আফ্রিকায়), আমি তাদের অভিনন্দন জানাই : জ্যোতি

শক্তিশালী অস্ট্রেলিয়া রেকর্ড ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবারও ৬ ম্যাচের সবকটি জিতেছে। সেমিফাইনালে খেলাও নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের আগে শেষ ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। এমন দলের বিপক্ষে ম্যাচে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ‘অবশ্যই বাংলাদেশ দল যে পারফর্ম করেছে (দক্ষিণ আফ্রিকায়), আমি তাদের অভিনন্দন জানাই। দলের পক্ষ থেকে অনেক শুভ কামনা সবসময় থাকে। আমাদের দলে এমন অনেকেই আছে, আমরা নিয়মিত বাংলাদেশ দলের খেলা দেখি। কারণ, আমরা ক্রিকেট অনেক ভালোবাসি। ভালো ফল হয়েছে, ওখান থেকে একটা পজিটিভ ভাইভ তো আমাদের ভেতর আসবেই। ওই পজিটিভ ভাইভ আমরা বয়ে নিতে চাই সামনে।’

‘আমি যেটা মনে করি, সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটে কখন কী হয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন না। ক্রিকেট খেলাটা হলো মোমেন্টামের খেলা। যে দল যেদিন মোমেন্টাম পায়, তা ধরে রাখতে পারে এবং শেষ পর্যন্ত বয়ে নিতে পারে এবং ভুল কম করেৃ (তারাই জিতে যায়)। ক্রিকেটে এখন আর নামের দিক থেকে হয় না। পারফরম্যান্স দিয়েই হয়।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com