বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

তফসিল বাতিলের দাবীতে লালমনিরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি।।
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিলের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বাহির করে সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বক্তব্য প্রদান করে পদত্যাগের আহবান জানান। দ্রুত পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন বক্তারা।

ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকসেদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী রমজান ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com