শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

ঢাবির টিচার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার থেকে ফাতেমা আক্তার মিম (১৫) নামের এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. জামিল আহমেদ শাহেদীর বাসার গৃহকর্মী ছিল সে।

শনিবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় ডা. মো. জামিল আহমেদ শাহেদী মিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর শুনে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। তবে যে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত, তাঁরা জানিয়েছেন, মেয়েটি আত্মহত্যা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. জামিল আহমেদ শাহেদীর বাসার গৃহকর্মী ছিল ফাতেমা আক্তার মীম। বাসাটি বিশ্ববিদ্যালয়ের ঈশা খান রোডে।

ডা. মো. জামিল আহমেদ শাহেদী বলেন, ‘কোন সময়ে ফাতেমা ঝুলেছে এটা আমরা জানি না। আমরা রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ওকে ঝুলন্ত অবস্থায় দেখেছি।

আমার ছেলের নাকে সমস্যার জন্য রাতে উঠে আমার স্ত্রীকে ডেকেছিল। তখন ছেলের ডাকে আমিও উঠে গিয়েছিলাম। ফাতেমা ড্রয়িং রুমে রাতে থাকত। আমার স্ত্রী ঐ সময়ে ওয়াশরুমে যাওয়ার সময় রুমের দিকে তাকালে ফাতেমাকে বিছানায় দেখতে পায়নি। তখন ডাকাডাকি করার পর ওকে ঝুলন্ত অবস্থায় দেখে। সাথে সাথে ওকে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। তখন আমরা ওকে শ্বাস প্রশ্বাস চালু হওয়ার জন্য সিপিআর দেই ৫ মিনিটের মতো। কিন্তু ওর কোনো শ্বাস প্রশ্বাস আসে নি। তখন আমরা প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানায় খবর দেই। ওর পরিবারকেও জানানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com