শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

ঢাবিতে তোফাজ্জল হত্যা: দোহারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

ঢাবিতে তোফাজ্জল হত্যা: দোহারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

দোহার প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়া কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার রতন ভাষ্কার্যে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা সমাজের মানুষের কাছে অসভ্যতার পরিচয় বহন করে। এ ধরনের পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে হবে। এ সময় তাঁরা তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান এবং সকল হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন দোহারের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com