বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

ঢাবিতে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চার দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন এলাকা ও চানখারপুলে ২টি করে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ৩০ মিনিট পরে রাত ৮টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তায় কেউ পরপর চারটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। পুলিশের সদস্যরা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। তাদের ব্যাপারে জানার চেষ্টা চলছে। এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com