বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

ঢাকা-১ আসনে দোহারে লাঙ্গলের সমর্থকদের মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : ঢাকা ১ আসনে দোহারের মুকসুদপুরের ফুলতলায় লাঙলের দুই সমর্থককে মারধর করেছে নৌকার ক্যাডাররা।

শনিবার (৬ জানুয়ারি) তারা বাংলাবাজার থেকে ফুলতলায় যাচ্ছিল, অন্ধকারে পথ আটকে মারধর করে পোলিং এজেন্ট নিয়োগ ফরম, জাতীয় পরিচয় পত্র, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সোহাগ সহ তার দলবল।

সন্ধ্যায় ভোট কেন্দ্রের যারা দায়িত্ব পালন করবেন এমন পোলিং এজেন্টদের থাকা ও খাওয়ার খরচ নিয়ে ফুলতলার দিকে যাচ্ছিলেন ওই দুজন। যাওয়ার পথে তাদের পথ আটকায় স্থানীয় ছাত্রলীগ নেতা সোহাগ। সাথে ছিল আরো বেশ কয়েকজন। বেদম মারধর করে ওই দুজনকে। ছিনিয়ে নেয় তাদের মোবাইল ফোন, আর সাথে থাকা খরচের টাকা। এরপর বেশ কিছুক্ষণ তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে মুকসুদপুরের এক ফাঁড়িতে তাদের বিরুদ্ধে ভোট কেনার টাকা বিতরণের অভিযোগ করে সোহাগ সমর্থকরা।

ভুক্তভোগী ওই দুজনের সঙ্গে ছিল পোলিং এজেন্টদের নিয়োগ ফরম, ফটো এবং NID কপি ও এজেন্টদের অনারিয়াম। পোলিং এজেন্টদের নিয়োগ ফরম না হলে লাঙ্গলের কোন এজেন্ট নিয়োগ সম্ভব হবেনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com