বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দুর্ঘটনার দুই ঘণ্টা পর ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও এর আশপাশের ভেঙে যাওয়া সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ পারভেজ ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বলেন, রাতে একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে গাড়ি দুটিকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত সড়ক ভেঙে যাওয়ায় বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। নলকা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি তৈরি হচ্ছে। তবে সেখানে যেন বড় ধরনের যানজট তৈরি না হয় সেজন্য হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।