মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সোমবার সুপার লিগের (সুপার সিক্স) প্রথম রাউন্ডের প্রথম দিনটা ছিল ম্যাড়মেড়ে, উত্তাপহীন। কিন্তু পাত্তা পায়নি জায়ান্ট আবাহনী। আম্পায়ারের সঙ্গে বাচসায় জড়িয়ে পড়া অধিনায়ক মোসাদ্দেক হোসেনের দল হেরে গেছে ১৪২ রানের বড় ব্যবধানে। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নাটকীয়তায় ভরপুর প্রথম পর্বে শ্বাসরুদ্ধকর বেশ কিছু ম্যাচ আক্ষরিকই জমে উঠেছিল।
মিরপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আবহনী অধিনায়ক মোসাদ্দেক। ৭৭ রানের অনবদ্য ইনিংসে প্রাইমের জয়ের নায়ক এনামুল হক বিজয়। সাভারে সাব্বির রহমানের ক্যারিয়ারসেরা ১২৫ রানের সৌজন্যে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। একই ভেন্যুর আরেক মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেখ জামাল ধানম-ি ক্লাবের জয় ৭২ রানে। অলরাউন্ড নৈপুণ্যে নায়ক পারভেজ রসুল (৭৩, ৩/৩৪)।
ব্যাট হাতে আসরে রানের ফোয়াড়া ছোটানো ওপেনার এনামুলের ৮৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৭, শাহাদাত হোসেনের ৩৮, অধিনায়ক মোহাম্মদ মিথুনের ৪৪, ইয়াসির আলির ৪৩ ও মেহেদী হাসানের অপরাজিত ৩৪ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে প্রাইম ব্যাংক। মোহাম্মদ সাইফউদ্দিন ২ ও ধনাঞ্জয়া ডি সিলভা নেন ৩ উইকেট। জবাবে প্রাইম স্পিনারদের ঘূর্ণিবিষে বেসামাল আবাহনী ৩২.৪ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায়। সতীর্থদের প্যাভিলিয়নে ফেরার মিছিলে মোসাদ্দেক একাই যা লড়াই করেছেন।
৬ নম্বরে নেমে ৭ চার ও ৩ ছক্কায় তিনি খেলেন সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল লিটন দাস (২৩) ও সাউফউদ্দিন (১১)। প্রাইমের হয়ে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটিই নিয়েছেন স্পিনাররা। রাকিবুল হাসান ও নাসির হোসেনের শিকার ৩টি করে, ২টি করে মেহেদী হাসান ও তাইজুল ইসলামের।
সাভারে চার নম্বর মাঠে ম্যাচটা ছিল সাব্বিরময়। ৮ চার ও সমান ছক্কায় লিস্ট-এ ক্যালিয়ারে তার সর্বোচ্চ ১২৫ রানের সৌজন্যে ৫ উইকেটে ৩২৫ রানের বড় স্কোর গড়ে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রুপগঞ্জ। পাঁচ নম্বরে নেমে ৪ চার ও ৭ ছক্কায় ৬৬ বলে অপরাজিত ৯৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন চিরাগ জানি। মুকিদুল ইসলাম নেন ২ উইকেট। জবাবে ৯ উইকেটে ২৭০ রানে থামে মার্শাল আইয়ুবের রূপগঞ্জ টাইগার্স। বিফলে যায় সাদ নাইমের ১০৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় সাজানো অপরাজিত ১১৬ রানের ইনিংস।
মার্শাল করেন ২৬ রান। লিজেন্ডসের হয়ে বাঁহাতি স্পিনার নাবিল সামাদ একাই নেন ৫ উইকেট। সাভারের তিন নম্বর মাঠে শেখ জামালের ভারতীয় রিক্রুটার পারভেজ রসুলের দুরন্ত অলরান্ড নৈপুণ্যে আকবর আলির গাজী গ্রুপকে ৭২ রানের বড় ব্যবধানে হারায় ইমরুল কায়েসের শেখ জামাল। রবিউল ইসলাম রবি (৫৮), নুরুল হাসান (৭৩) ও রসুলের (৭৩) জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ২৭১ রান করে শেখ জামাল। ধ্রুব শরি ৩ ও মারাজ মাহবুব নেন ২ উইকেট। জবাবে ৪৩.৫ ওভারে ১৯৯ রানে অলআউট হয় গাজি গ্রুপ।