বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
ঢাকা জেলা শাখা উদ্যোগে বুধবার(২০ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় দলের নেতাকর্মীরা৷ এছাড়া হাসপাতালে আগত রোগী ও পথচারীদের মধ্যে সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়৷
পরে, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের কল্যাণে কাজ করেন ৷ দেশে যে কোন দুর্যোগে এগিয়ে আসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এমন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘শুধু কর্মসূচির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে না৷ এমন পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে৷ তারেক রহমান সাহেবের নির্দেশ, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে৷ সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।
এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য কামরুল চোকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।