বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ঢাকা জেলা যুবলীগের নবগঠিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দোহার-নবাবগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন ইউনিট যুবলীগের নেতাকর্মীরা৷
গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলা যুবলীগের প্যাডে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সাক্ষরে দশ সদস্য করে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়৷
সাভারের জিএস মিজানকে আহবায়ক ও দোহারের মাসুদ মোল্লাকে ১নং যুগ্ম আহবায়ক করা হয়৷ কমিটি ঘোষণার পর থেকেই যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানী থেকে কেরানীগঞ্জ উপজেলা হয়ে নবাবগঞ্জ ও দোহারের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ১নং যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা৷ দুপুরে টিকরপুর এলাকায় পৌঁছালে নবাবগঞ্জ ও দোহার যুবলীগের নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আসে৷ পরে, নবাবগঞ্জ উপজেলা চত্বরে পৌঁছালে নবাবগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি সারোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক নূর আলমের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷ এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা।
এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল লাভলু, মো. সালাউদ্দিন, বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একইদিন বেলা আড়াইটায় দোহারে পৌঁছালে দোহার উপজেলা যুবলীগ নেতাকর্মীরা মাসুদ মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷ পরে, দোহার উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের ঢাকা জেলা শাখার নবগঠিত নেতারা৷