বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

ঢাকা জেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ প্রায় ১০ বছর পর ঘোষিত হলো জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার আংশিক কমিটি। আপাতত সভাপতি সাধারণ সম্পাকসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে ঢাকা জেলার এ কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঢাকা জেলা মহিলা দলের কমিটি না থাকায় সংগঠনের কেন্দ্রীয় বিভাগ তা পরিচালনা করে আসছিলো। মহিলা দলকে গতিশীল করার জন্য জেলা বিএনপির পরামর্শক্রমে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে দোহারের শামীমা রহিমকে সভাপতি, সাভারের মিনি আক্তারকে জেষ্ঠ্য সহ-সভাপতি, ধামরাইয়ের সুলতানা খন্দকারকে সাধারণ সম্পাদক, দোহারের সম্পা আক্তারকে জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জের নার্গিস হককে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা জেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রহিম বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে মহিলা দলকে প্রতিটি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলায় শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করবো। এছাড়া দোহার নবাবগঞ্জের বিএনপির কান্ডারী ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাকের পরামর্শে গতিশীল সংগঠন গড়ে তোলা এবং আগামী নিার্বচনে ধানের শীষকে জয়ী করতে মহিলাদল কাজ করে যাবে।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে তিনি ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সংগঠনের কাজে সঠিক দিকনিদের্শনা মেনে চলতে জেলার প্রতিটি ইউনিটের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com