সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

ঢাকা জেলার দক্ষিণ যুব শক্তির সমন্বয় সভা সমপন্ন

ঢাকা জেলার দক্ষিণ যুব শক্তির সমন্বয় সভা সমপন্ন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় যুব শক্তির সংগঠক শেখ ফয়সালের সভাপতিত্বে কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় ছায়ানীড় কনভেনশন হলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মোঃ রাসেল আহমেদ, ঢাকা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মেহরাব সিফাত, এনসিপির কেন্দ্রীয় সদস্য, ইমরান হোসেন, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমদু, আসাদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাদিথ জামান সহ দোহার-নবাবগন্জ, কেরানীগন্জ এনসিপির ও যুব শক্তির স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিশেষ অতিথীর বক্তব্যে মোঃ রাসেল আহমেদ বলেন, জুলাই বিপ্লব যুবকদের শক্তির সম্মেলন ছিল বিধায় জুলাই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছিল। আগামী বাংলাদেশ নির্মাণ করবে যুবশক্তি বয়সের ফ্রেমে নয় যাদের ভিতরে যুবশক্তি আছে তারাই আন্দোলন করেছে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে তাড়িয়েছে। জুলাই এর মূল উদ্দেশ্য সংস্কার, গণহত্যার বিচার আগামী বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত রাখতে আমাদের যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল সবচেয়ে বড় গণঅভ্যুত্থান এ গণঅভ্যুত্থানকে আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ। এই গণঅভ্যুত্থানে ১৫০০ থেকে ২০০০ শহীদ ৩০-৪০ হাজার আহতদের নিকট আমরা দায়বদ্ধ শহীদ পরিবারের নিকট আমরা দায়বদ্ধ আমরা যদি এ জুলাইকে ভুলে যাই তাহলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আহতদের অসুস্থতার সহিত বেইমানি করা হবে আমরা যুবশক্তি আগামীর বাংলাদেশ শহীদদের বাংলাদেশ গড়ে তুলবো। বিগতের সময় আমরা দেখেছি যুবকদের দিয়ে চাঁদাবাজ দখলবাজ রাহাজানি করিয়ে যুব শক্তির মেরুদন্ড ভেঙে দিব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com