বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি, একুশের কণ্ঠ:: টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে যায়।
বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরে। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।