রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা পরিষদ, নবাবগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রোববার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে দিনটি উদযাপ করেছে।

এ উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) বেলা ১১ টায় আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ আনন্দ র‌্যালী বের করেন।

এসময় আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারন সম্পাদক আরিফুর রহমান সিকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট সাফিল উদ্দিনসহ কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্র লীগ ও মহিলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ দিন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো: আশরাফুল আলমসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। জন্মবার্ষিকী পালনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া ওআলোচনা সভার মাধ্যমে এই দিন বঙ্গবন্ধুকে স্বরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com