editor
- ২০ অক্টোবর, ২০২৩ / ৩২১ জন দেখেছেন
স্পোর্টস রিপোর্টার ॥ টেনিসের বিশ্বকাপ বলা হয় ডেভিস কাপকে। সেই ডেভিস কাপের বাছাই পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৪-২৮ অক্টোবর বাহরাইনের ইসা টাউনে অনুষ্ঠিত হবে ডেভিস কাপের গ্রুপ-৫ এর খেলা।
এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার যাচ্ছে পাঁচ সদস্যের দল। এরা হলেন- ক্যাপ্টেন খালেদ আহমেদ, খেলোয়াড় রঞ্জন রাম, মাহাদী হাসান আলভী, জারিফ আবরার ও মো, সায়েম। টুর্নামেন্টে ১৩ দল খেলবে। বাংলাদেশ লড়বে দুটি একক ও একটি দ্বৈত ইভেন্টে। প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে বলে জানান টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
তার কথায়, ‘আমরা ছেলেদের আড়াই মাসের মতো অনুশীলন করিয়েছি। তাছাড়া ১৩ দলের মধ্যে অনেককেই আমরা আগে হারিয়েছি। ফলে আমরা এই রাউন্ডে চ্যাম্পিয়ন হলে আমরা গ্রুপ-চারে উন্নীত হবো। সেই লক্ষ্য নিয়েই ছেলেরা খেলতে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং কোষাধ্যক্ষ ও ডেভিস কাপ দলের ক্যাপ্টেন খালেদ আহমেদ।
Like this:
Like Loading...
Related