বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

ডেঙ্গু কেড়ে নিল বিএনপি নেতার প্রাণ

পাবনা প্রতিনিধিঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদীর বিশিষ্ট শিল্পপতি, পাকশী রিসোর্টের মালিক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকরাম আলী খান সঞ্জু (সঞ্জু খান) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বাদ জোহর ঢাকায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার দুই ছেলে দেশের বাইরে থাকায় তারা দেশে আসার পর রোববার ঈশ্বরদীর পাকশীতে জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সঞ্জু খানের মৃত্যুতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com