মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ডিপজলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের গ্রেপ্তার দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছে একটি দল । গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় গাবতলী বাস টার্মিনালে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় শতাধিক মানুষ ।

বিক্ষোভকারীদরে পক্ষ থেকে জানানো হয়, ডিপজল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটাবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অর্থ ও অস্ত্রের জোগানদাতা । ডিপজলকে অবিলম্বে গ্রেপ্তার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কারের দাবি জানায় বিক্ষোভকারীরা ।

তবে এ বিষয়ে শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান জানান, তিনি এই বিষয়ে একেবারেই অবগত নন ।

গাবতলীর স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশুর হাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন, ‘আমি গত ২৪ বছর গাবতলীর গরুর হাট চালিয়েছি । এই বছর কোরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপির সহায়তায় সেই গরুর হাট জোর করে নিয়ে গেছেন ডিপজল । এ ছাড়া আওয়ামী লীগের আমলে শাহআলী মাজার, স্কুল পরিচালনা কমিটি, বাজার কমিটির সদস্যও হয়েছেন ডিপজল ।’

তিনি আরো বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সভা-সমাবেশ করেছেন ডিপজল। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিপজলের ছবিসংবলিত পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com